বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি: ২৮ জানুয়ারি ২০২৪ , ৯:১২:১৩ অনলাইন সংস্করণ
ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় আনোয়ার হোসেন আনা (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ উপজেলাধীন এশিয়ার বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র “সামিট বিবিয়ানা” সড়কের সংযোগস্থল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল চালক হলেন- নবীগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামের মৃত আব্দুল কাদের (আক্কেল আলীর) পুত্র আনোয়ার হোসেন আনা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকাল বেলা স্থানীয় শেরপুর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে আনোয়ার হোসেন ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় তিনি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সড়কের সংযোগস্থলে পৌঁছিলে গ্রীল লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব: ১২-৯৩৬১) ঐ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহী মৃত্যুর কুলে ঢলে পড়ে।
এ ব্যাপারে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, দূঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এবং বাসটিকে আটক করা হয়েছে। তবে, বাসের চালক পালিয়ে গেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।