আল-হেলাল,সুনামগঞ্জ: ২৮ জানুয়ারি ২০২৪ , ১:৫৪:৫২ অনলাইন সংস্করণ
দেশের প্রধান ৩ জাতীয় বীরের অন্যতম এ গ্রেডভূক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল ইসলাম বলেছেন, শোসনমুক্ত সোনার বাংলা গড়ার জন্যই জাতির পিতা বঙ্গবন্ধুর আহবাণে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলাম।
জননেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা আজ ডিজিটাল স্মার্ট বাংলায় উন্নীত হতে যাচ্ছে। এর মূলে রয়েছে যে শক্তি তার নাম মুক্তিযুদ্ধের চেতনা। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই চেতনাকে লালন করলে বাংলাদেশ আরো বহুদূর এগিয়ে যাবে।
তিনি বলেন,আমি যতদূর জেনেছি আমাদের নবাগত এমপি ড.মোহাম্মদ সাদিক একজন সৎ বিচক্ষণ ও বহুগুনে গুনান্বিত আলোকিত ব্যক্তিত্ব। তিনি সুনামগঞ্জকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাগবেড় বাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল ইসলাম এসব কথা বলেন।
সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মন্তাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের আহবায়ক সাংবাদিক আল-হেলাল। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মুসলিম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুর রউফ,বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য রাজু আহমেদ রমজান,সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শেখ সাদি,সলুকাবাদ ইউনিয়ন কমিটির সহ সভাপতি হাসান আলী,সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ আলী ও আব্দুল মন্নান প্রমুখ।
সভায় স্থানীয় বক্তারা বলেন,বিশ্বম্ভরপুর উপজেলার বাগবেড় বাজার সরকারের রাজস্ব প্রাপ্তির জন্য এলাকার একটি গুরুত্বপুর্ণ বড় বাজার।
কিন্তু এই বাজারের রাস্তাগুলোর প্রশ্বস্থতা অতি স্বল্প হওয়ায় প্রতিনিয়ত যানঝট ও দূর্ঘটনার মুখোমুখি হচ্ছি আমরা। সম্প্রতি সলুকাবাদ ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের শাহ সুলতান মাজারের খাদেম তমিজ উদ্দিন মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
তাই মানুষের প্রাণহানি দূরীকরনে ও জনজীবন স্বাভাবিক সচল রাখতে বাজারের রাস্তাটি বড় করা একান্ত প্রয়োজন। এজন্য তারা এলজিইডি কর্তৃপক্ষসহ সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ড.মোহাম্মদ সাদিকের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।