• সুনামগঞ্জ

    জামালগঞ্জে অভ্যন্তরীণ রাস্তার সংষ্কার কাজ উদ্ভোধন করেন এমপি রণজিত চন্দ্র সরকার

      বাদল কৃষ্ণ দাস, জামালগঞ্জ: ১৭ জানুয়ারি ২০২৪ , ৯:১০:১৫ অনলাইন সংস্করণ

    দীর্ঘ কয়েক বছর প্রতীক্ষার পর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা শহরের অভ্যন্তরীণ নতুন পাড়ার ইট সলিং এর ভাঙ্গা রাস্তার সংষ্কার কাজ শুরু হয়েছে।

    জামালগঞ্জ উপজেলা পরিষদের এডিপির অর্থায়ানে ২৮ লাখ টাকা ব্যায়ে কাজের উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার নব-নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।

    জামালগঞ্জ উপজেলা শহরের অভ্যন্তরীন সড়ক যোগাযোগের বেহাল দশার কারনে, যানবাহনে রোগী, যাত্রী ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ আর দুর্দশা পোহাতে হচ্ছে বছরের পর বছর ধরে। সীমাহীন দুর্ভোগ সয়ে সয়েই চলতে হচ্ছে উপজেলাবাসীকে।

    এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে ১৭ জানুয়ারী বুধবার বেলা ১১ টায় এই সড়কে সংষ্কার কাজের উদ্ভোধন করেন নবনির্বাচিত এমপি এডভোকেট রনজিত চন্দ্র সরকার।

    তেলিয়া পয়েন্ট সংলগ্ন ছোবহান মার্কেটের সামনে থেকে ৩৭০ মিটার কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মা’ এন্টারপ্রাইজ। এতে সিসি ঢালাই করে ১ মাসের মধ্যেই কাজ সমাপ্ত করার কথা রয়েছে।

     

    সংষ্কার কাজ উদ্ভোধনের সময় স্থানীয় এমপির সাথে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ ও ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা প্রকৌশলী মো: আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী আনিসুর রহমান ও মো: আফজালুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম তালুকদার সহ দলীয় নেতৃবৃন্দ।

     

    এ সময় স্থানীয়রা জানান, এই সড়কটি সংষ্কার হলে লোকজনের দীর্ঘ দিনের দু:খ-দুর্দশার অবসান হবে।

    আরও খবর

    Sponsered content