খন্দকার শহীদুল ইসলাম ৯ জানুয়ারি ২০২৪ , ৪:৪০:১১ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের উমেদপুর গ্রামের পল্লীতে এপিয়া বেগম(২৯)নামক ২সন্তানের জননী আত্মহত্যার খবর পাওয়া যায়।
ঘটনা সুত্রে তার স্বামী সেবলু মিয়া দৈনিক ভাটি বাংলা পত্রিকাকে জানান আমি ও আমার স্ত্রী এপিয়া বেগম রাতে আমাদের ৫বছরের ছেলেকে মাদ্রাসায় লেখা পড়া করানোর জন্য আলাপ আলোচনা করলে আমার স্ত্রী এপিয়া বেগম বলেন আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবোনা,তখন স্বামী স্ত্রী রাত ৩টা পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারিনাই, তবে সকালে আমার শশুর বাড়ি গিয়ে শ্বাশুড়ির সামনে সিদ্ধান্ত হবে বলে উভয় আলোচনা করে আমরা ঘুমাতে যাই।আমি যথারীতি ভোরে ঘুম থেকে উঠি আজও ঘুম থেকে উঠে আমার স্ত্রীকে রুমে না পেয়ে পাশের রুমে যাই সেখানে আমি দেখতে পাই আমার স্ত্রী এপিয়া বেগম কক্ষের ধরনার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আমার আর্তচিৎকারে পাড়া প্রতিবেশী সবাই এগিয়ে আসেন।তখন আমাদের ওয়ার্ডের মেম্বার জামালগঞ্জ থানায় খবর দিলে পুলিশ আসে।
জামালগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মো:আলমগীর হোসেন ঘটনাস্হল পরিদর্শন করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।তিনি বলেন,আমরা একটি অপমৃত্যুর মামলা নিবো।