মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ৯ জানুয়ারি ২০২৪ , ১২:৩৩:০৫ অনলাইন সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ব্যালট পেপারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
সংসদ নির্বাচনে গাজীপুর -২ আসনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ৫ম বারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে এবার টানা ৫ম বারের মতো তিনি এমপি নির্বাচিত হয়েছেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলীম উদ্দিন বুদ্দিন ট্রাক প্রতীকে ভোট পেয়েছে ৮৪ হাজার ১২৯ ভোট।
উল্লেখ্য, ২০০৪ সালে তৎকালীন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার খুন হওয়ার পর তার ছেলে জাহিদ আহসান রাসেল নৌকা প্রতীকে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
এরপর রাসেল ২০০৮ সালে, ২০১৪ সালে ও ২০১৮ সালে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন।
এবারও তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -২ আসনে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোঃ জাহিদ আহসান রাসেল স্বতন্ত্র (ট্রাক প্রতীকের) প্রার্থীর চাইতে ২০ হাজার ৩৪৮ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।