মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ২৫ জানুয়ারি ২০২৪ , ১:৪৩:৫১ অনলাইন সংস্করণ
পঞ্চমবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় বুধবার (২৪ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে
ফুলেল শুভেচ্ছা জানান গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
মেয়র জায়েদা খাতুন গাজীপুর সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। সঠিকভাবে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে গাজীপুরের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বছরের ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে জয়লাভ করেন জায়েদা খাতুন।
এরপর গত ১১ অক্টোবর মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা হিসেবে তার ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়।
Notifications