মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ ২৩ জানুয়ারি ২০২৪ , ১:১৭:০৯ অনলাইন সংস্করণ
গাজীপুর সিটি করপোরেশন এলাকার জন্য নগর উন্নয়নে মাস্টার প্ল্যান তৈরির কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। নগর উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন প্রকল্পের খসড়া উন্নয়ন পরিকল্পনা নিয়ে কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট এর শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে আয়োজিত কর্মশালায় ডুয়েট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন। আরও বক্তব্য রাখেন মেয়রের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
ডুয়েট বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের কনসালটেন্ট রিসার্চ এন্ড টেস্টিং সার্ভিস এই মাস্টার প্ল্যানের পরামর্শক হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিবহন, আবাসন এলাকা, কৃষি ও চাষাবাদসহ বিভিন্ন বিষয়ে আগামী ২০ বছরের জন্য এ মাস্টার প্ল্যান উপস্থাপন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, খসড়া মাস্টার প্ল্যানটি প্রণয়নের পর এর উপর জনসাধারণের মতামত নেয়া হবে। পরে চূড়ান্ত মাস্টার প্ল্যান প্রণয়নের পর তা বাস্তবায়ন করবে গাজীপুর সিটি করপোরেশন।