মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ ২৭ জানুয়ারি ২০২৪ , ১:৪৮:১৬ অনলাইন সংস্করণ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কাজী বদরুদ্দোজা মিলনায়তনে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) কর্তৃক আয়োজিত গাজীপুর নগরীর জন্য সমন্বিত পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন এর প্রারম্ভিক প্রতিবেদন সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক সাবিহা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর সিটি করপোরেশন মেয়র জায়েদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিটি করপোরেশনের উপদেষ্টা ও সাবেক মেয়র অ্যাড. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা পরিবহন সমন্বয়ন কর্তৃপক্ষ (ডিটিসিএ) আওতায় মাস্টারপ্লান করতে আপনার এগিয়ে এসেছেন আমরা গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতা করবো। আপনাদের মাস্টারপ্লানের সঙ্গে যৌথভাবে গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারপ্লান করতে চাই।
মাস্টারপ্লান অনুযায়ী সিটির যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে মানুষের প্রতিদিনের কর্মঘন্টা বেড়ে যাবে। জীবনমানের উন্নতি হবে। আপনারা যে মাস্টারপ্লান তৈরি করছেন এবং আমরা যে মাস্টারপ্লান তৈরি করছি সেটা থ্রিডি বানিয়ে রাজবাড়ি মাঠে নাগরিকদের মধ্যে উপস্থাপন করবো। যাতে নগরবাসী দেখতে ও জানতে পারে।
আপনাদের মাস্টারপ্লানের সঙ্গে মিলে আমাদের মাস্টারপ্লানের কাজও বাস্তবায়ন করবো। যাতে এই সিটির প্রতিটি নাগরিক এর সুবিধা ভোগ করতে পারে। তিনি আরও বলেন, আমাদের সিটির পূর্বপাশে যদি লেক খনন করে দেই, তাহলে গাজীপুর সিটি করপোরেশনের চারপাশ লেক এবং নদী বেষ্টনী হয়ে যায়।
এর মাধ্যমে পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে নদীপথে যোগাযোগের জন্য প্রতিটি পয়েন্টে টার্মিনাল করা হবে। প্রথম পর্যায়ে কাজটি ধরেছেন এতে সব সেক্টরের সহযোগিতা ও সমন্বয় থাকবে। আমি আশা করি একটি সমাধান আসবে। আমাদের সিটির ৫৭টি ওয়ার্ডের ৭৬ জন কাউন্সিলর রয়েছেন।
এবং কর্মকর্তার রয়েছেন। তারা আপানাদের সহযোগিতা করবেন। এ সময় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গভেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, সিটি করপোরেশনের কাউন্সিলরসহ বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা।