মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ ১৮ জানুয়ারি ২০২৪ , ৩:৪২:৩৩ অনলাইন সংস্করণ
গাজীপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসা, উচ্চ শিক্ষা ও মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহছান এলাহী।
চেক বিতরণ অনুষ্ঠানে মোট ২৩০ জন শ্রমিক ও শ্রমিক পরিবারকে ৯১ লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর শিল্প পলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, গাজীপুর এনএসআই এর যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী, গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুরের উপ মহাপরিদর্শক আহমেদ বেলাল প্রমুখ।