মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১৩ ডিসেম্বর ২০২৩ , ১:২৮:৪৯ অনলাইন সংস্করণ
গাজীপুরের রিসোর্ট, পার্ক ও বিনোদনকেন্দ্র গুলোতে হরতাল-অবরোধের কারণে কমেছে পর্যটকের সংখ্যা। ভরা মৌসুমেও বাতিল হচ্ছে একের পর এক বুকিং।
এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। অচলাবস্থা অব্যাহত থাকলে আগামীতে লোকসান আরও বাড়ার শঙ্কা। সাধারণত সাপ্তাহিক ছুটি ছাড়াও বিশেষ ছুটিতে হাজারো পর্যটক ঘুরতে আসেন গাজীপুরে।
গত ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া হরতাল-অবরোধের জেরে অনেকটাই পর্যটকশূন্য হয়ে পড়েছে এখানকার পর্যটন কেন্দ্রগুলো।
নিবন্ধিত ৭৬টি রিসোর্টসহ শতাধিক ছোট-বড় রিসোর্টে একের পর এক বুকিং বাতিল হচ্ছে।
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, ভাওয়াল জাতীয় উদ্যানসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে বছরের এ সময়টাতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকলেও এখন সে সংখ্যা খুবই কম।
গাজীপুরে সরকারি বেসরকারি মিলে দুই শতাধিক রিসোর্ট, পিকনিক ও শুটিং স্পট রয়েছে। নিবন্ধিত রিসোর্টগুলোতে কাজ করেন অন্তত ২৫ হাজার কর্মী। ব্যবসায় লোকসান হতে থাকায় চাকরি নিয়ে দুঃশ্চিন্তায় অনেকেই।
আদুরীকুঞ্জ রিসোর্টের স্বত্তাধিকারী কাজী আলিম উদ্দিন বলেন, এখন যে অবস্থা, আমাদের কোনো আয় না থাকলেও ব্যয় আছে। এভাবে চলতে থাকলে এসব রিসোর্ট বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।