তৌফিকুর রহমান তাহের, শাল্লা প্রতিনিধি: ১৫ ডিসেম্বর ২০২৩ , ৯:৫৯:৩৬ অনলাইন সংস্করণ
(সুনামগঞ্জ)গত ১৩ডিসেম্বর শাল্লায় সাংবাদিকের উপর হামলার জের ধরে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার বাহাড়া ইউ পি’র যাত্রাপুর( নয়াবাড়ি) গ্রামের নিহার দাস(৩২) পিতা হরিলাল দাস।জীবেশ দাস(৩০)পিতা ব্রজেন্দ্র দাস।
গত ১৩ডিসেম্বর সাংবাদিক সন্দীপন তালুকদার সুজন রাতের খাবার শেষ করে বাড়ির সামনে পায়চারি করলে অতর্কিতভাবে একদল সন্ত্রাসী হামলা চালায়।
একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় (অস্ত্রসন্ত্র)লোহার রড,লাটি দিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে।
পরে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে চিকিৎসক রোগীর অবস্হা অবনতি দেখলে উন্নত চিকিৎসার জন্য রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ &হসপিটালে রেফার করে।
এবিষয়ে শাল্লা থানার ইনচার্জ মিজানুর রহমান বলেন, জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপার্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এঘটনায় জড়িত অনান্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
এঘটনায় শাল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সন্দীপন তালুকদার সুজন এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।
Notifications