শাল্লায় ২০২৩-২০২৪ অর্থ বছরে হাওরের ফসলরক্ষা বাঁধ সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার উদগল বিল হাওর উপ প্রকল্পের আওতায় ৩৩ নং পিআইসির বাঁধ মেরামত কাজের উদ্বোধন করা হয়।
এই প্রকল্পের সভাপতি সুরঞ্জিত সামন্ত। তার ২৩৮ মিটার জয়পুর ক্লোজার বাঁধে বরাদ্দ দেয়া হয়েছে ১৭লাখ। ফসলরক্ষা বাঁধের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কাবিটা স্কীম প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মনজুর আহ্সান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অমিতা রাণী দাশ, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাশ, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী (এসও) রিপন আলী, হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক রণজিৎ কুমার দাশ, ইউপি সদস্য টিপু সুলতানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলায় ১৩০টি পিআইসি গঠন করা হয়েছে। ৮৪.২৮৩ কিঃমিঃ বাঁধ সংস্কারে বরাদ্দ দেয়া হয়েছে ২২কোটি, ৬৯লাখ টাকা।
গত বছর পিআইসি ছিল ১৯৪টি। এবছর কমেছে ৬৪টি প্রকল্প। উপজেলার ৬টি হাওরে ক্লোজার রয়েছে ৩০টি। সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২৮ফেব্রুয়ারি।