প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৩ , ৬:০৭:৫৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
১৩ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় ওই সাংবাদিকের নিজ বাড়ি নতুন যাত্রাপুর গ্রামে এমন ঘটনা ঘটে। সাংবাদিক সন্দীপন তালুকদার নতুন যাত্রাপুর গ্রামের সীতেশ তালুকদারের বড় ছেলে।
খোঁজ নিয়ে জানা যায় ১৩ডিসেম্বর রাতের খাবার খেয়ে সাংবাদিক সন্দীপন তালুকদার সুজন নিজ ঘর থেকে তার পাড়ায় পায়চারী করার সময় ৮ থেকে ১০ জনের একটি সঙ্ঘবদ্ধ চক্র সন্ত্রাসী কায়দায় হামলা চালায়।
হামলাকারীরা লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরে ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় তার ছোট ভাই ঝুটন তালুকদার রাতেই শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এবিষয়ে আহত সন্দীপন তালুকদার বলেন রাতের খাবার খেয়ে বাইরে পায়চারী করার জন্য বের হয়েছিলাম।
এসময় ওঁৎপেতে থাকা নতুন যাত্রাপুর গ্রামের হরিলাল দাস, নিহার দাস, বিভেস দাস, ব্রজবাসী দাস, রূপক দাস সবুজ দাস, রুবেল দাসসহ আরও তিনজন সঙ্ঘবদ্ধ আমার উপর হামলা চালায়।
তবে কেনো তারা আমার উপর এভাবে হামলা করল আমি জানি না। এঘটনায় আইনের আশ্রয় নিবেন বলে জানান তিনি। অন্যদিকে হামলাকারীদের খোঁজে না পাওয়ায় তাদের মতামত নেয়া সম্ভব হয়নি।
এবিষয়ে শাল্লা থানার ওসি মিজানুর রহমান বলেন ঘটনার পরই পরই থানা থেকে আমাদের টিম গেছে। এখানে বেশ কয়েকটা বিষয় রয়েছে।
এরমধ্যে জমি সংক্রান্ত বিষয় একটি। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে একজন সাংবাদিকের উপর হামলা চরম অন্যায় কাজ। এনিয়ে এখনও কোনো অভিযোগ পাইনি ও কাউকে গ্রেফতারও করা যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।