• সমাজ সেবা

    রাজাপুরে কৈবর্ত খালি ব্লাড ডোনেশন ক্লাবের কম্বল বিতরণ

      নবীন মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধি: ১৯ ডিসেম্বর ২০২৩ , ৬:৫১:৪৭ অনলাইন সংস্করণ

    ঝালকাঠির রাজাপুরের কৈবর্ত খালি গ্রামে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ” কৈবর্ত খালি ব্লাড ডোনেশন ক্লাব “শনিবার বিকালে কৈবর্ত খালি ক্লাব মাদ্রাসা মাঠে বিতরন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ মামুন তারেক, মোঃ খোকন ফকির,মোঃআব্দুল্লা আল নোমান,মোঃ মামুন খলিফা, মোঃ সুমন সিকদার।

    এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম তাওহীদ, সাধারণ সম্পাদক শাহীন হোসেন, সংগঠনের সদস্য সৈয়দ জাহিদ, মান্নান সিকদার, ফায়সাল গাজী, আল-আমীন নুহু,ইসা সিকদার, জসিম উকিল, জাকির হোসেন, গিয়াস হোসেন,হাসান সিকদার, নেয়ামুল,কাইউম খলিফা ও সৈয়দ রাকিব প্রমূখ ছাড়াও সংগঠেন একাধিক কর্মী উপস্থিত থেকে বিপুল সংখ্যক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

    আরও খবর

    Sponsered content