মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১৬ ডিসেম্বর ২০২৩ , ৬:৫৩:২১ অনলাইন সংস্করণ
বাঙালি জাতির আত্মগৌরবের দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।
১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব—মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের।
৩০ লক্ষ শহিদের আত্মদান আর ২ লক্ষ মা—বোনের ত্যাগ এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণ বীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহিদদের স্মরণে প্রতিবছরের ন্যায় এবারো গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক লক্ষ যুবকের নয়নমণি মো: কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীয্যের সাথে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় গাজীপুর রাজবাড়ি শহিদ মিনারে শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবুল কামাল আজাদ মালম, আমিন উদ্দিন সরকার, লিটন উদ্দিন সরকারসহ মহানগর, থানা ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।