• সংবর্ধনা / উদ্বোধন

    বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে শেখ মোঃ সিরাজ উদ্দিন কে সংবর্ধনা

      মোঃ মোহন আহমেদঃ ১৬ ডিসেম্বর ২০২৩ , ২:২২:৩৪ অনলাইন সংস্করণ

    বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেলো “ বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার ” আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান- ২০২৩।

     

    সংস্থার কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ ও সকল সদস্যদের আলোচনা সভার মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি উদযাপিত করা হয় শুক্রবার ১৫ ডিসেম্বর ২০২৩ ইং সন্ধ্যা ৬:০০ ঘটিকায় বালুচর ৩৬ নং ওয়ার্ড নতুন বাজার মরহুম শেখ মনির উদ্দিন মার্কেট সংস্থার কার্যালয়ে।

     

    সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়েজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠা কালীন সাধারণ সম্পাদক আশরাফ জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচ নং টুলটিকর ইউনিয়ন চেয়ারম্যান মরহুম শেখ মনির উদ্দিন এর ছেলে শেখ মোঃ সিরাজ উদ্দিন,।

     

    সূচণা বক্তব্যে সংস্থার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুমুর রহমান বলেন, করোনাকালীন মহামারীতে স্বাস্থ্য বিধি মেনে গরীব দুঃখী অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে এই পর্যন্ত সকল প্রকার দুর্যোগে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন সংস্থার সভাপতি যুক্তরাজ্য কমিউনিটি নেতা মানবতার ফেরিওয়ালা শেখ মোঃ গয়াস উদ্দিন, নিঃসন্দেহে তিনি অনন্য কৃতিত্বের দাবি রাখেন।

     

    আজকের আলোচনা সংবর্ধনা অনুষ্ঠানে শতবাঁধা বিপত্ত্বি কে পিছনে ফেলে অনুষ্ঠানে শতভাগ উপস্থিতি আমাকে আনন্দিত ও উৎফুল্ল করেছে। আমি ” বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সংস্থার অন্যান্য সদস্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন – বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মানবতার ফেরিওয়ালা মরহুম শেখ মনির উদ্দিন এমন একটি সংস্থা বালুচর বাসীকে দিয়ে গেছেন, যার মাধ্যমে বালুচর এলাকা সহ গুটা সিলেটবাসী সহযোগিতা পাচ্ছে।

     

    এই সংস্থার মাধ্যমে গরীব দুঃখী অসহায় পরিবারকে আর্থিক সাহায্য সহযোগিতা করা হচ্ছে, অনেক গরীব পরিবারের মেয়েদের বিবাহের সম্পুর্ন খরচ দেওয়া হচ্ছে, জটিল কঠিন অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রধান করা হচ্ছে, যেকোনো দুর্যোগে সাহায্য সহযোগিতা করা হয়ে থাকে, বছরের দুটি ঈদে নানান রকমের সহযোগিতা করা হয়, অন্যান্য ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে সাহায্য সহযোগিতা করা হয়ে থাকে যা প্রশংসনীয়।

     

    মরহুম শেখ মনির উদ্দিন এর আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও প্রবাসে থাকা সবার কাছে দোয়ার দরখাস্ত করেন বক্তারা। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন “সংস্থার সম্মানীত সাধারন সম্পাদক আশরাফ জামান, উপস্থিত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে তিনি বলেন, করোনাকালীন এই মহা-দুর্ভোগে ও গত ভয়াবহ বন্যায় সংস্থার এই গঠন ও উন্নয়ন মূলক মানবিক সাহায্য সহযোগিতা নিঃসন্দেহে শ্রেষ্ঠত্বের দাবি রাখে।

     

    সকলের জ্ঞাতার্থে তিনি জানান, প্রতিষ্ঠিত এই সংস্থার প্রতিটি কার্যক্রম আজকের সময়টিতেই এক বিশেষ আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। এই সংস্থার প্রতিষ্ঠাকালীন থেকে সংস্থার সাথে রয়েছি ও মরহুম শেখ মনির উদ্দিন সাহেবের পরিবার বর্গের নিজ অর্থায়নের সাহায্য সহযোগিতা সংস্থার মাধ্যমে গরীব দুঃখী অসহায় মানুষকে পৌছে দিতে পারছি বলে নিজেকে গর্বিত মনে করছি। এজন্য সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম শেখ মনির উদ্দিন এর আত্মার মাগফেরাত কামনা করছি, ও তাহার পরিবার বর্গের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

     

    আলোচনা সভায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ মোঃ সিরাজ উদ্দিন তিনি বলেন, আমার বিশ্বাস, আপনাদের এই গঠনমূলক কার্যধারা, আপনাদের পরিশ্রম এবং সুন্দর মানবিক চিন্তাভাবনা দেশ ও জাতির জন্য একটি অনুপ্রেরনা মূলক স্মৃতি চিহৃ হয়ে থাকবে। তিনি সংস্থার ভবিষ্যৎ কার্যবিধির বিস্তারিত বিবরন পূর্বক বলেন, আমি ব্যক্তিগত ভাবে এই সংস্থার সমস্ত কার্যাবলীতে গঠন-পঠণ ও উন্নয়ন মূলক কাজগুলো দেখে আনন্দিত -এই সংস্থার সকল সদস্য নেতৃবৃন্দের উদ্দেশ্য করে বলেন সংস্থার সাথে যুক্ত হয়ে সকল প্রকার সাহায্য-সহযোগিতা করার বিনিত আহবান জানান ।

     

    সংস্থার উত্তোরত্তর সাফল্য কামনা করে তিনি তাহার পিতা মাতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার দরখাস্ত করেন ও সংস্থার সকল সদস্য নেতৃবৃন্দের স্বু সাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -সংস্থার ক্রীড়া সম্পাদক ফজলুর রহমান চৌধুরী, মোঃ আউলাদ আলী, মোঃ হেলু আহমেদ,(আল ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার আহবায়ক) সাবু মিয়া বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক, আব্দুর রহিম- সহ অর্থ সম্পাদক, শামীম চৌধুরী, সাজ্জাদুর রহমান, গিয়াস আহমেদ সাবেক মেম্বার, রানা মিয়া,মঈনুদ্দিন, রাজন আহমেদ, মখলিস মিয়া, জলাল মিয়া, নুরুজ্জামান, প্রমূখ।

    আরও খবর

    Sponsered content