• সিলেট

    বিজয় দিবসে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধা নিবেদন

      মো: মোহন আহমেদ: ১৬ ডিসেম্বর ২০২৩ , ৩:৪৬:২০ অনলাইন সংস্করণ

    মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব।

     

    শনিবার (১৬ ডিসেম্বর) সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাব নেতৃবৃৃন্দ ও শুভাকাঙ্খীগণ।

     

    বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব অন্তর্ভুক্ত সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব’র উদ্যোগে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন, সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেট ব্যুরো মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমামেইল ডটকম’র ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সাল আহমদ, কোষাধ্যক্ষ আফজাল মিছবা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদ আহমদ খান, নির্বাহী সদস্য সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ প্রমূখ।

     

    এরআগে বিজয়ের প্রথম প্রহরে শহীদমিনারের বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে শহীদমিনার বাস্তবায়ন পরিষদ। এরপর শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ। পরে সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি), সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট ও এসপি এপিবিএন শ্রদ্ধা নিবেদন করে।

     

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যূত্থান, ৭১’র ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

     

    ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫২ বছর পেরিয়ে ৫৩ তম বছরে বাংলাদেশ।

    আরও খবর

    Sponsered content