• সারাদেশ

    বাংলাদেশ ইয়থ ইউনিটির আয়োজনে গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১৭ ডিসেম্বর ২০২৩ , ২:৫৫:২০ অনলাইন সংস্করণ

    মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে গাজীপুর প্রেসক্লাবে পাঙ্গনে বাংলাদেশ ইয়থ ইউনিটির পক্ষ থেকে প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ও হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

     

     

    বাংলাদেশ ইয়থ ইউনিটি ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা এরশাদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আজিম উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আহসান উল্লাহ বিপ্লবের তত্ত্বাবধানে গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

     

     

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতির বক্তব্যে মাসুদ রানা এরশাদের বলেন, বাংলাদেশ ইয়থ ইউনিটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, মাদক বিরোধী সমাবেশ, গরিব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

     

     

    শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আহমেদ আলী ইমন, এড. রেজাউল করিম রুবেল, মামুনউর রশিদ, মিজানুর রহমান, সাব্বির হোসেন, নাদিম মাহমুদ, ফারুক হোসেন, ইমাম সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহিন, মোঃমনিরুজ্জামান, নির্বাহী সদস্য মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য মতিউর রহমান, সালাউদ্দিন আহমেদ জনি, সাংবাদিক মেহেদী হাসান বাদামি বিপ্লব, মো: রেজাউল করিম মোল্লা, আবিদ হোসেন বুলবুল, মো: কামাল হোসেন বাবুল, মো: জানে এ আলম, কাজী মো: মকবুল হোসেন, কাজী মো: আব্দুল মান্নান, মো: নূরে আলম সিদ্দিকী, মো: রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মীর সবুজ আহমেদ, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান লিটন, সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান সুজন, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক তানভির সিকদার, সহ-নারী বিষয় সম্পাদক তানজিলা আক্তার লিজা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহরাব হোসেন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মেরাজুল ইসলাম ভূঁইয়া, সহ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মাহফুজা আক্তার, সহ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সোহরাব হোসেন সেতু, সহ-সাহিত্য ও পাঠাগার সম্পাদক হিমেল মোল্লা, সহ-অর্থ সম্পাদক সাব্বির হোসেন, নির্বাহী সদস্য সাকিবসহ অনেকই উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content