ডেস্ক রিপোর্টঃ ১৪ ডিসেম্বর ২০২৩ , ২:৪৭:৩২ অনলাইন সংস্করণ
ফিলিস্তিনি নির্যাতিত মুসলিমদের পক্ষে বিভিন্নভাবে সমর্থন জানাচ্ছেন উসমান খাজা। আইসিসির একের পর এক চাপেও থামছেন না অস্ট্রেলিয়ার এই মুসলিম ক্রিকেটার। এবার তো কালো ‘আর্মব্যান্ড’ পরে খেলতে নেমেছেন তিনি!
ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ ক্রীড়াঙ্গনে বেশ জোরালভাবে হলেও ক্রিকেটে খুব বেশি সোচ্চার হওয়ার সুযোগ নেই। ভারত বিশ্বকাপে গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা উড়ানোয় শাস্তির মুখে পড়তে হয় অনেক সমর্থককে।
তবে ক্রিকেটারদের মাঝে এই ইস্যুতে বেশ সরব অস্ট্রেলিয়া দলের প্রথম মুসলিম ক্রিকেটার উসমান খাজা। নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন তিনি। শুরুটা করেছিলেন জুতায় একটি স্লোগান লিখে।
‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’- এই স্লোগান সম্বলিত জুতা পরে পার্থ টেস্টের আগে অনুশীলন করেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। এমনকি পার্থ টেস্টেও এই জুতা পরে খেলতে চেয়েছিলেন তিনি। তবে আইসিসি নিয়ম বেধে দেয়ায় খাজা ওই জুতা পরে খেলতে নামেননি।
তবে চুপচাপ থাকেননি উসমান খাজা। বুধবার এক ভিডিও বার্তায় আইসিসির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে খাজা বলেন, ‘আইসিসি আমাকে বলেছে যে তাদের নিয়ম অনুযায়ী আমি আমার জুতা পরতে পারব না। কারণ, এখানে রাজনৈতিক বিবৃতি আছে। আমি এমনটা বিশ্বাস করি না, এটা মানবিক আবেদন। তাদের মতামত ও সিদ্ধান্তকে আমি সম্মান করি, কিন্তু আমি এর বিরুদ্ধে লড়াই করব।’
তেমনটাই করেছেন খাজা। জুতা পরে খেলতে না দেয়ায় পার্থ টেস্টে বৃহস্পতিবার বাঁ-হাতে কালো ‘আর্মব্যান্ড’ পরে নেমেছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। যেখানে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ৯৮ বলে ৪১ রান করে আউট হন খাজা।