মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১০ ডিসেম্বর ২০২৩ , ৪:২৫:৪৮ অনলাইন সংস্করণ
গাজীপুরে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) গাজীপুর ও টিআইবি এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সম্মিলিত উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শনিবার (০৯ ডিসেম্বর) সকালে দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের প্রাঙ্গনে গাজীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দুদকের সাবেক মহাপরিচালক মাহমুদ হাসান ও গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জাতীয় পতাকা এবং দুদক পতাকা ও বেলুন উত্তোলন করে দিবসটির কর্মসূচীর শুরু করেন।
পরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ প্রতিপাদ্যকে ধারণ করে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে গাজীপুর টিআইবি-সনাক কমিটির কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণের কর্মীরা অংশ নেন।
শেষে ভাওয়াল সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যকে তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে ও গাজীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ মুকুল কুমার মল্লিকের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দুদকের সাবেক মহাপরিচালক মাহমুদ হাসান। এতে বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এমএ বারী, কাজী আজিম উদ্দিন কলেজের উপাধ্যক্ষ ফাতেমা তুজ জোহরা, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব প্রমূখ।
এসময় বক্তারা ২০২৩ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ (ইউএনসিএসি) গৃহীত হওয়ার ২০ বছর পূর্ণ হয়েছে মর্মে উল্লেখ করে জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য “জাতিসংঘ দুর্নীতিবিরোধী সনদের দ্বি-দশক দুর্নীতির বিরুদ্ধে বৈশিক ঐক্য” এর প্রতি একাত্মতা পোষণ করেন। এরই ধরাবাহিকতায় টেকসই উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের জন্য দুর্নীতিকে প্রধান অন্তরায় হিসেবেও উল্লেখ করেন।
এসময় পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, টিআইবি’র সহযোগিতায় গঠিত আটটি একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), সনাক এবং দুপ্রক-গাজীপুর এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।