• সুনামগঞ্জ

    দিরাই ‘য়ে নিজের অপকর্মে ঢাকতে সংবাদ সম্মেলনের নামে লুকোচুরি চেয়ারম্যান জুয়েলের!

      মো: বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি: ২১ ডিসেম্বর ২০২৩ , ১২:২৭:২৩ অনলাইন সংস্করণ

    নিজের ব্যর্থতা ঢাকতে পছন্দের সাংবাদিকদের ডেকে নিয়ে সংবাদ সম্মেলনের নামে লুকোচুরির ঘটনা ঘটেছে সুনামগঞ্জের দিরাইয়ে।

    বুধবার দুপুর ২টায় উপজেলার ৫নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

    তবে এ সংবাদ সম্মেলনে তার পছন্দের কিছু সংবাদকর্মীকে অফিসে ডেকে নিয়ে তড়িগড়ি করে অনুষ্ঠান শেষ করেন।

    এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পরিষদের সদস্য ও সাংবাদিকদের মধ্যে।

    এমনকি সংবাদ সম্মেলনের কপিও পরিষদের অনেক সদস্যদেরকে দেয়া হয়নি বলে জানা গেছে।

    বিশ্বস্ত সূত্রে জানা গেছে- দিরাই সরমঙ্গল ইউনিয়নের বর্তমান পরিষদ নির্বাচিত হওয়ার পর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিনতো দূরের কথা, রাষ্ট্রীয় বিশেষ দিবসেও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

    এ নিয়ে গত ১৬ই ডিসেম্বর সরেজমিন ইউনয়ন পরিষদে গিয়েও এর সত্যতা পান স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী।

     

    এ সময় পরিষদে উপস্থিত ছিলেন পরিষদের দুইজন ওয়ার্ড মেম্বার, গ্রাম পুলিশ ও আশপাশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা জানান, মোয়াজ্জেম হোসেন জুয়েল বর্তমান পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এ ভবনে কোন অনুষ্ঠানই হয়না, এমনকি কোন দিবসেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

     

    এদিকে বুধবার লুকোচুরির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

     

    লিখিত বক্তব্যে তিনি অসংখ্য মিথ্যাচার করেছেন। এ সময় পরিষদের সচিব ও সদস্যগণ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে পারিবারিক ঝগড়াকে সামনে নিয়ে এসেছেন।

    এছাড়া ১৬ই ডিসেম্বর পতাকা উত্তোলন না করার সংবাদটি একাধিক পত্রিকায় আসলেও আক্রোশবশত: একটি পত্রিকার নাম উল্লেখ করেছেন।

    বিশ্বস্ত কয়েকটি সূত্রে জানা গেছে, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন জুয়েল ৫নং দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েই ব্যাপক দুর্নীতিতে নেমে পড়েন।

    তার অপকর্মের বিরোধিতা করায় কয়েকজন মেম্বারকে কোণঠাসা করে রেখেছেন বলেও জানা গেছে।

     

    তাছাড়া বিভিন্ন প্রকল্পের কাজে তাকে নির্ধারিত হারে টাকা না দিলে মাস্টাররোলে স্বাক্ষর করেন না বলে জানান ভূক্তভোগি কয়েকজন মেম্বার।

     

    ইতিপূর্বে চেয়ারম্যান এর দাদার নামে স্কুলের নাম থাকলেও তিনি চেয়ারম্যান হয়ে তাহার পিতা রাজাকারের তালিকা ভুক্ত স্বাধীনতা বিরোধী আব্দুল মতলিবের নামে একক ক্ষমতা বলে নাম করণ করেন – এই বিষয় নিয়ে পারিবারিক আপত্তি ও বিরোধের জেরে তাহার চাচাতো ভাই দৈনিক ভোরের কাগজ এর দিরাই প্রতিনিধি সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ ও জোহানের উপর তাদের বাস ভবনের সামনে হামলা করে রক্তাক্ত জখম করে যার মামলা বর্তমানে চলমান রয়েছে।

    আরও খবর

    Sponsered content