মো: বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি: ৯ ডিসেম্বর ২০২৩ , ৪:৫৪:০৯ অনলাইন সংস্করণ
নিখোঁজ হওয়ার প্রায় চারদিন পর ভাসমান অবস্থায় হতভাগা এক যুবকের লাশ উদ্ধার করেছে সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ।
হতভাগা যুবক উপজেলার করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চান্দপুর গ্রামের বড়হাটির শ্যামা বর্মণের পুত্র সুজিত বর্মণ (২৫)। সে গত বুধবার থেকে নিখোঁজ বলে জানা গেছে।
দিরাই থানা সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে থানার এসআই মাহবুব সিদ্দিকির নেতৃত্বে উপজেলার করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জয়নগরের দক্ষিণে কাঠের সেতু সংলগ্ন কালনী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত হিসেবে এ লাশ উদ্ধার করা হয়।
এসআই মাহবুব সিদ্দিকি জানান, স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।
লাশের পড়নে শার্ট, পেন্ট ও লুঙ্গি ছিল। তাছাড়া মুখ, দুই হাত ও দুই পা কালো কসটিব দিয়ে বাঁধা ছিল বলেও তিনি জানান। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তাকে মেরে নদীতে ভাসিয়ে দেয়া হয়।
অনেকেই বলছেন, চান্দপুরের সুজিত নামে একজনকে গত কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে না। তবে লাশ উদ্ধারের সময় সুজিতের মা-বাবা দেখে লাশ শনাক্ত করেনি। সর্বশেষ ভাসমান অজ্ঞাত উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে বলে জানান এসআই মাহবুব সিদ্দিকি।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি, পরিবারের লোকজনকে জ্ঞিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জে পাঠানো হবে, এরপর রিপোর্ট আসলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে।