মো: বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি: ২৩ ডিসেম্বর ২০২৩ , ৮:১৭:৫৭ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড়কাপন গ্রামের আয়ফুল নেছা (৬২) নামে এক নিরিহ বৃদ্ধা মহিলাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রভাবশালী প্রতিপক্ষ আবু ছালেক ও আত্মীয়-স্বজনরা।
খোজ নিয়ে জানা যায় ২৩ ডিসেম্বর শনিবার ফজরের আজানের পর পর ভোর সাড়ে পাঁচ ঘটিকার সময় আয়ফুল নেছা অজু করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে দেখেন প্রতি পক্ষ আবু ছালেক, কামাল হোসেন সহ বেশ কজন ঘরের সামনে হাতে রামদা নিয়ে ওতপেতে বসে আছে জানের ভয়ে আয়ফুল নেছা ঘরে ফিরতে চাইলে পেছন থেকে রামদা দিয়ে হামলা চালায় আবু ছালেক এসময় চিৎকার শুনে ঘর থেকে ছেলে ও বউ এগিয়ে আসলে ছালেক কামালরা দৌড়ে পালায়।
রামদার কুপে গুরুতর আহত অবস্হায় আয়ফুল নেছা কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে আবু ছালেক, কামাল সহ চারজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।
গুরুতর জখম হওয়া আয়ফুল নেছা বলেন কামাল আমার বাড়ি সংলগ্ন চারা ভুমি জোর পূর্বক দখলে নিতে দীর্ঘদিন ধরে লেগে আছে এমনকি আমার বাড়িতে দু একবার হামলাও চালিয়েছে আবু ছালেক ওসঙ্ঘবদ্ধ দল , ছালেক, কামালের বিরুদ্ধে এ নিয়ে আমার ছেলে বাদী হয়ে এর আগেও দিরাই থানায় মামলা করেছে আজ আমার উপর যে হামলা হয়েছে তা পরিকল্পিত বিষয়টি নিয়ে আবু ছালেকের কামালের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান এই ঘটনার সাথে আমি সম্পৃক্ত নই ও এ ঘটনা আমি শুনিনি আমি এর আগের দিন থেকে গ্রামের বাহিরে ছিলাম।
এব্যাপারে দিরাই থানার অফিসার ইন চার্জ ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।