• সুনামগঞ্জ

    দিরাইয়ে প্রভাবশালী বিরুদ্ধে ভুমি দখলের অভিযোগ

      মো: বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি: ১৯ ডিসেম্বর ২০২৩ , ৬:১৫:২৯ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড়কাপন নামক গ্রামের এক অসহায়ের বসত বাড়ি সংলগ্ন চারা ভূমি জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের প্রভাবশালী কামাল হোসেন ও তাঁর সঙ্গিদের বিরুদ্ধে।

     

    নিরোপায় হয়ে মৌরসি সূত্রে জায়গার মালিক গত ১৪ ডিসেম্বর কামাল ও তার সঙ্গীদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি জিডি করেন (জিডিনং৬৭৮)।

     

    খুঁজ নিয়ে জানা যায়, উপজেলার বড় কাপন গ্রামের অসহায় আনোয়ারের বসত বাড়ি সংলগ্ন চারা ভূমি গ্রাম্য প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বে-আইনি ভাবে দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে কামাল ও তার সঙ্গীরা,

     

    কিন্তু কদিন আগে হঠাৎ এই জায়গা দখলে নিতে লাঠিসোঁটা নিয়ে বাড়ির সামনে অবস্হান করলে আইনের আশ্রয় নিয়ে থানায় জিডি করেন আনোয়ার।

     

    এব্যাপারে কামালের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি এসব মিথ্যা বলে ফোন কেটে দেন।

     

    এলাকার বিভিন্ন সূত্রে আরো জানা যায় কামাল মদ জুয়া ও অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত রয়েছে।

     

    ভুক্তভোগী আনোয়ার হোসাইন বলেন আমি প্রশাসনের প্রতি আশাবাদী সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার পাবো।

    আরও খবর

    Sponsered content