মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১৫ ডিসেম্বর ২০২৩ , ১০:৫৬:৫৮ অনলাইন সংস্করণ
গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এস সফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ—সভাপতি ও গাজীপুর —২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাসুদুল হাসান বিল্লাল প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণসহ মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য ও সিটি করপোরেশনের কাউন্সিলরগণ।
পরে সংবর্ধনা অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।