মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১৯ ডিসেম্বর ২০২৩ , ৬:৩৫:২৬ অনলাইন সংস্করণ
গাজীপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ হওয়ার পর তিন স্বতন্ত্র প্রার্থী নিয়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিশাল শো-ডাউন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে দুপুর ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জাহাঙ্গীর আলম ভাওয়াল রাজবাড়ী মাঠে উপস্থিত হন।
সেখানে তিনি স্বতন্ত্র প্রার্থী গাজীপুর- ০১- রেজাউল করিম রাসেল, গাজীপুর- ০২, কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও গাজীপুর- ০৫- আখতারউজ্জামানকে নিয়ে একটি শো-ডাউনে নেতৃত্ব দেন।
শো-ডাউনটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকেলে সংসদীয়-০৫ আসনের বাড়িয়া ইউনিয়নের শুকুন্দিতে ছুটি রিসোর্টে বিজয় দিবস উপলক্ষ্যে আখতারউজ্জামানকে সঙ্গে নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
বক্তব্যে তিনি বলেন- জনগণকে যারা সম্মান করবে তাদের জনপ্রতিনিধি হওয়া দরকার। আজ দেখেন সব আওয়ামীলীগ এক হয়েছেন। যার রক্তে আওয়ামী লীগ, যারা আওয়ামীলীগকে ভালোবাসেন, আওয়ামীলীগের জন্য যারা জীবন দেন তারা আজ এক হয়েছেন।
জাহাঙ্গীর আলম বলেন- প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা একটা সুযোগ দিয়েছেন। আগামী ৭ জানুয়ারির সেই সুযোগটি আমরা কাজে লাগাতে চাই।
আমরা সবাই আজ একতাবদ্ধ। আদর্শ লোকেরা রাজনীতি করবে, আদর্শ লোকেরা জনপ্রতিনিধি হবে।
আমাদের আদর্শের ভাই আখতারউজ্জামান। তার আদর্শ ও নীতির সঙ্গে আমরা আছি। আখতারউজ্জামান ভাইকে নিয়ে প্রথম পর্যায়ে আমরা বাড়িয়া ইউনিয়নকে পৌরসভা বানাবো।