• সারাদেশ

    গাজীপুরে জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের মিলনমেলা অনুষ্ঠিত

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ৩ ডিসেম্বর ২০২৩ , ৬:৩৮:৩০ অনলাইন সংস্করণ

    গাজীপুরে এপার বাংলা এবং ওপার বাংলার ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, কবি—সাহিত্যিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১ ডিসেম্বর) গাজীপুরের নির্ভানা রিসোর্টে ‘জাগ্রত ব্যবসায়ী জনতা’র আয়োজনে মিলন মেলা অনুষ্ঠিত হয়।

    মিলন মেলায় ভারত থেকে ১০০ জন বরেণ্য কবি—সাহিত্যিক অংশ নেন। এ ছাড়া বাংলাদেশের ২৪০০ ব্যবসায়ী, ৪০০ কবি—সাহিত্যিক ও ১০০ সাংবাদিক এই মিলন মেলায় অংশ গ্রহণ করেন।

    মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীর সভাপতিত্বে মিলন মেলায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় সভাপতি লায়ন গনি মিয়া বাবুল ও কবি আসাদ কাজল প্রমুখ।

    এসময় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এ আয়োজনে বিভিন্ন পেশার ব্যক্তিদের উপস্থিতির মাধ্যমে আমাদের পারস্পরিক সৌহার্দ্য, মানবিক গুনাবলি বিকশিত ও প্রসারিত হবে।

    মিলন মেলায় সাবেক উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক বলেন, ব্যবসায়ী, কবি—সাহিত্যিক ও সাংবাদিকসহ সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।

    ডিসেস্বর আমাদের বিজয়ের মাস, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।

    এটা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন।

    আরও খবর

    Sponsered content