• আন্তর্জাতিক

    ইসরাইলের বোমাবর্ষণে গাজায় ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৮ হাজার মানুষ

      আন্তর্জাতিক ডেস্কঃ ১৭ ডিসেম্বর ২০২৩ , ১:৩০:৪১ অনলাইন সংস্করণ


    হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে- ইসরাইলের বোমাবর্ষণে গাজায় ধ্বংসস্তূপের নিচে ৮ হাজার জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে।

    শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

     

    ওই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো বলেছেন, ইসরাইলের বোমাবর্ষণে গাজায় নিহতের সংখ্যা ১৯ হাজারেরও বেশি। নিহত ও নিখোঁজদের ৭০ শতাংশ নারী ও শিশু বলে জানান তিনি।

    ওসামা হামদান নামে ওই ঊর্ধ্বতন কর্মকর্তা লেবাননের বৈরুতে সংবাদ সম্মেলনে আরো বলেছেন, গাজায় ৭১ দিনের যুদ্ধে দখলদাররা অনেক গণহত্যা করেছে। অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন অব্যাহত রয়েছে যেখানে ৭ অক্টোবর থেকে ৩০০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

     

    তিনি বলেন, ইসরাইল যদি তার বেসামরিক ও সৈন্যদের জীবিত ফেরত চায়, তবে তাদের আগ্রাসন পুরোপুরি বন্ধ করতে হবে এবং একটি চুক্তিতে আলোচনা করতে হবে।

    গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

     

    ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ইতোমধ্যে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে।

     

    উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।

     

    এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।

    সূত্র : আল-জাজিরা

    আরও খবর

    Sponsered content