• রাজনীতি

    আমি হাওরপাড়ের সন্তান। হাওরবাসী আমার প্রাণের স্পন্দন- রনজিত সরকার

      বাদল কৃষ্ণ দাস ২৩ ডিসেম্বর ২০২৩ , ৭:২৮:৫৩ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, আমি হাওরপাড়ের সন্তান। হাওরবাসী আমার প্রাণের স্পন্দন। প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে টিকে থাকা চিরসংগ্রামী হাওরবাসী আমার অহংকার। সরকারও হাওরবেষ্টিত এলাকার উন্নয়নে আন্তরিক।

    সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। তাই দেশের সামগ্রিক উন্নয়ন ও গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে গিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়েছেন। আমরাও এর পথযাত্রী। আমাদের হাওরাঞ্চলে প্রতি বছরই প্রাকৃতিক দূর্যোগে ব্যাপকভাবে সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। হাওরাঞ্চলের টেকসই উন্নয়নে সুষ্ঠু পরিকল্পনা করে কাজ করা অত্যাবশ্যক। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থায় হাওরাঞ্চল এখনও অনেক পিছিযে রয়েছে। পরিকল্পিত ভাবে ফসলরক্ষা হাওর বাঁধ নির্মাণ, সাবমারর্জেবল রাস্তা তৈরি, নদীখনন, এই বিষয়গুলো আমাদের হাওর এলাকার জন্য অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার।এগুলো জনগণেরও দাবী। আমিও এতে একাত্ম।

    আমি প্রতিশ্রুতির সফল বাস্তবায়নে বদ্ধপরিকর।
    শনিবার (২৩ ডিসেম্বর) সারাদিন জামালগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী সহযোগে পথসভায় তিনি এসব কথা বলেছেন।
    এসব পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনগণের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন।

    পথসভায় এসময় উপস্থিতি ছিলেন – জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জেলা পরিষদ সদস্য দ্বিপক তালুকদার, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আশরাফ, আইন বিষয়ক সম্পাদক এড.আব্দুল খালিক,জহিরুল হক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোশাররফ মিয়া, সদস্য উপজেলা আওয়ামী লীগ, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, আক্তারুজ্জামান শাহ সভাপতি ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীগ, মিটন পাল আহ্বায়ক উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ জামালগঞ্জ, সুরঞ্জিত তালুকদার সাধারণ সম্পাদক বেহলি ইউনিয়ন আওয়ামী লীগ,বীর মুক্তিযোদ্বা শ্রীকান্ত তালুকদার ডিপুটি কমান্ডার জামালগঞ্জ উপজেলা, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রইছ উদ্দিন, চিত্র রঞ্জন পাল সাচনা বাজার বনিক সমিতি জামালগঞ্জ, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, সাংগঠনিক সেলিম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সুদাংশু দে, অনন্ত পাল, এডভোকেট নাসির আফিন্দী সাবেক সভাপতি জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ, সায়েম পাঠান সদস্য জেলা শ্রমিক লীগ, জসিম উদ্দিন যুগ্নআাহবায়ক যুবলীগ জামালগঞ্জ উপজেলা, এডভোকেট রুকন মিয়া সহ সম্পাদক সেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর, জাবেদ জাহাঙ্গীর সাবেক সভাপতি মৎস্যজীবি লীগ জামালগঞ্জ, মোস্তফা কামাল সহ-সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ জামালগঞ্জ,শাহাবুদ্দিন যুগ্ম-সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ জামালগঞ্জ, আজাদ মিয়া সদস্য যুবলীগ সুনামগঞ্জ জেলা,বাবুল মিয়া যুগ্ম- সাধারণ সম্পাদক সাচনা বাজার ইউনিয়ন আওয়ামী লীগ, দেলোয়ার পাশা তারেক সাবেক সভাপতি জামালগঞ্জ ডিগ্রি কলেজ, ব্যবসায়ী মানিক পাল, মনি পাল, সুধির রায়, পিন্টু বনিক,বাবুল রায়, শফিক আলম, জসিম উদ্দিন, অজিত পাল, আরিফ আলম লিমন, সিনিয়র যুগ্ম আহবায়ক জামালগঞ্জ উপজেলা ছাত্র লীগ।

    বুরহান উদ্দিন, জামাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা জয়াসিশ লিটন,জামালগঞ্জ উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ আরিফ আহমেদ লিমন। এছাড়াও জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content