• সুনামগঞ্জ

    সুনামগঞ্জ-২ আসনে নৌকা প্রত্যাশী ১৩ জন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

      মো: বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি: ২৪ নভেম্বর ২০২৩ , ১২:০১:৩৮ অনলাইন সংস্করণ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বদ্বীতা করতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগ ও জোট মিলে ১৩ জন দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।


    এরমধ্যে আওয়ামী লীগের ১১ জন, বাসদ ও জাসদের দুইজন।


    সূত্র জানায়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বহুল আলোচিত শাল্লা উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী), বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মিজানুর রহমান মিজান, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. সামছুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ব্যারিস্টার অনুকুল তালুকদার ডাল্টন, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর তানভীর তুলি, সুনামগঞ্জ জেলা আওয়াশী লীগের কার্যকরী কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও দিরাই উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবি, সাবেক ছাত্রনেতা ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সহ-সম্পাদক এডভোকেট সুবীর নন্দী দাস। এছাড়াও মহাজোটের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাসদের কেন্দ্রীয় নেতা হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দিরাই উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন।

    আরও খবর

    Sponsered content