• সুনামগঞ্জ

    সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি সহ গ্রেপ্তার ১০

      স্টাফ রিপোর্টার ১ নভেম্বর ২০২৩ , ৬:৪৬:২৪ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় শহরের পুরাতন বাসস্টেশনের দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। সুনামগঞ্জ সদর থানার ওসি জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সকলেই বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী।

    গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- দলীয় নেতা রাখাব উদ্দিন, যুবদল নেতা অ্যাড. তৌহিদ চৌধুরী,  যুবদল নেতা ইকবাল হোসেন, ইজাজুল হক চৌধুরী, বাদাঘাট ইউনিয়ন বিএনপির নেতা শামছুল হক, সাকিব মুন খোকন, আবুল হাসান রাসেল, বিশ^ম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ও বিএনপি নিতো হেনু মিয়া।

    সদর থানার ওসি ইখিতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এরা সকলেই সোমবার সকালে পুলিশের দায়ের করা নাশকতার মামলার আসামী। দুপুরেই তাদেরকে সুনামগঞ্জ সদর আদালতে সোপর্দ করা হয়।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাড. আব্দুল হক জানিয়েছেন, আদালত একজন আইনজীবী তৌহিদ চৌধুরীকে আইনজীবীদের জিম্মায় জামিন দিয়েছেন। অন্যদের জেল হাজতে পাঠিয়েছেন।

    জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থানের সময় পুলিশ বিএনপির ১০ গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশের অন্যায় আচরণ সহ্যের সীমা অতিক্রম করেছে।

    আরও খবর

    Sponsered content