• নির্বাচন

    সুনামগঞ্জের ৩ টি আসনে জাসদের প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ

      আল-হেলাল, সুনামগঞ্জঃ ২২ নভেম্বর ২০২৩ , ২:২৮:৫৮ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জের ৩ টি আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন।

    গত ২০ নভেম্বর জাসদ কেন্দ্রীয় কার্যালয় ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা থেকে সুনামগঞ্জ ২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

    এর আগে গত ১৮ নভেম্বর সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা জাসদের সহ-সভাপতি ধর্মপাশা উপজেলা জাসদের সভাপতি একে এম ওহীদুল ইসলাম কবীর ও সুনামগঞ্জ ৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা জাসদের সহ-সভাপতি নজমুল হক।

    বিষয়টি নিশ্চিত করেছেন জাসদের সুনামগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমদ। মৃত্যুবরন করার কারণে সুনামগঞ্জ ৪ আসনের সম্ভাব্য প্রার্থী জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরীর মনোনয়ন সংগ্রহ করা সম্ভব হয়নি।

    সুনামগঞ্জ ৫ আসনে বরাবরের মতো সংসদ সদস্য এম মুহিবুর রহমান মানিকের সমর্থনে প্রার্থীতা প্রদান থেকে বিরত রয়েছে দলটি।

    এবার জেলার ৩টি আসনে দলীয় প্রার্থীতা থাকলেও জোটগত কারণে প্রার্থীর সংখ্যা কমতে পারে।

    তবে সুনামগঞ্জ ২ আসনটিতে এবার জোটের প্রার্থী হিসেবে ভাগ বসাতে চায় দলটি।

    বিষয়টি শেষমেষ কোনদিকে মোড় নেয় সেদিকে দৃষ্টি এখন সকলের।

    0Shares

    আরও খবর

    Sponsered content