• সিলেট

    সিলেট শহরজুড়ে গ্যাসের গন্ধে আতংকিত নগরবাসী

    লাইনের লিকেজ যাচাই করার কাজ চলছে, এতে কিছু গ্যাস ছড়াচ্ছে,আতংকিত হওয়ার কিছু নেই

      স্টাফ রিপোর্টার ২০ নভেম্বর ২০২৩ , ৪:৫৩:৪৬ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার বিকাল ৩ টা থেকে সিলেট শহরের বিভিন্ন স্থানে গ্যাসের বিকট গন্ধে আতংকিত হয়ে পড়ছেন নগরবাসী। নগরীর আম্বরখানা,জিন্দাবাজার,সুবিধবাজার,বন্দর, বাজার,রিকাবীবাজারসহ প্রায় প্রত্যেকটি স্থানেই গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। গ্যাসের গন্ধ এতটাই বেশি যে অনেক পথচারীকে নাক ঢেকে চলাচল করতে দেখা যাচ্ছে। গ্যাসের তীব্র ঝাঝালো গন্ধ আঁচ করতে পেরে অনেকেই বাসা বাড়িতে চুলো জ্বালানো বন্ধ রেখেছেন।

    তবে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট এ্যান্ড সেইফটি) প্রকৌ. মোঃ সামসুল আরেফিন খান মুঠোফোনে এই প্রতিবেদককে জানান শহরে গ্যাসের লাইনে কোন লিকেজ আছে কি না তা যাচাই করার কাজ চলছে, লাইনের লিকেজ শনাক্ত করার জন্য গ্যাসের সঙ্গে অডরেন্ট ব্যবহার করা হচ্ছে। যাতে এই গ্যাসের গন্ধ মানুষ পায়, বিষয়টি জালালাবাদ কর্তৃপক্ষকে জানাতে পারে। গন্ধের বিষয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে কেউ অবহিত করলে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে অনুসন্ধান করে লিকেজ বন্ধ করা হচ্ছে। এছাড়া আমরাও যেখানে গন্ধ পাচ্ছি সেকানে লিকেজ শনাক্ত করছি। এতে আতংকিত হওয়ার কিছু নেই, স্বাভাবিকভাবেই সবাই গ্যাস/চুলো ব্যবহার করতে পারেন।

    আরও খবর

    Sponsered content