• সারাদেশ

    সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় ২ ছাত্রলীগ কর্মীকে আটক

    আটক দুজনেই সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মী

      নিজস্ব প্রতিবেদক: ২১ নভেম্বর ২০২৩ , ৩:৫৪:৩৮ অনলাইন সংস্করণ

    সিলেট নগরের বালুচরে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নগরের পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) এর উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

    আটককৃতরা হলেন বাচ্চু মিয়ার পুত্র রনি(২১) ও কামাল মিয়ার পুত্র মামুন মজুমদার (২৮)। তারা দুজনেই সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মী।

    প্রসঙ্গত, নগরের বালুচরের টিবি গেট এলাকায় গতকাল সোমবার রাত ১২টার দিকে ছাত্রলীগ কর্মী আরিফের উপর হামলা হয়। মঙ্গলবার রাত দেড়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। প্রাণ হারানো ১৯ বছর বয়সী আরিফ আহমদ নগরের টিবি গেট এলাকার বাসিন্দা। তিনি ছাত্রলীগ সিলেট জেলা কমিটির সভাপতি নাজমুল ইসলাম গ্রুপের কর্মী।

    স্থানীয়রা জানায়, নগরের বালুচরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রাত ১২টার দিকে আরিফকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান আসিফ।

    এদিকে আরিফের পরিবার সূত্রে জানা যায়, ৪ থেকে ৫ দিন আগেও হামলার শিকার হন আরিফ। এ ঘটনায় সোমবার বিকেলে থানায় জিডিও (জেনারেল ডায়েরি) করেন তিনি। জিডি করে ফেরার কয়েক ঘণ্টা পরই হামলা করা হয় তার উপর এবং এতে তার মৃত্যু হয় ।

    আরও খবর

    Sponsered content