• রাজনীতি

    সিলেটের ৬ আসনের আওয়ামী লীগের প্রার্থীদের আনোয়ারুজ্জামান চৌধুরীর অভিনন্দন

      স্টাফ রিপোর্টার ২৬ নভেম্বর ২০২৩ , ৫:৫৫:৫৫ অনলাইন সংস্করণ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান, সিলেট-৪ আসনে ইমরান আহমদ, সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ, সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

    রোববার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভোটাররা নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবেন।

    তিনি আাগামী ৭ জানুয়ারী সবাইকে নৌকা প্রতিকে ভোট দিয়ে সিলেটের সবক’টি আসনকে শেখ হাসিনাকে উপহার দিতে দলীয় নেতাকর্মীসহ সকল ভোটারের প্রতি আহবান জানান।

    প্রসঙ্গত, আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে শনিবার সিলেট বিভাগের ১৯ আসনের প্রার্থীদের নাম চুড়ান্ত করা হয়। পরে রোববার আনুষ্ঠানিক ভাবে তা প্রকাশ করা হয়।

    আরও খবর

    Sponsered content