তৌফিকুর রহমান তাহের, শাল্লা প্রতিনিধি: ৬ নভেম্বর ২০২৩ , ১:৪২:৪৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের শাল্লায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন) এর পৃষ্ঠপোষকতায় ৪নভেম্বর (শনিবার) বিকেলে উপজেলা গণমিলনায়তনে আব্দুল মান্নান চৌধুরী মেধা অন্বেষণ-২০২৩ এর পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব।
গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মান্নান চৌধুরী দ্বিতীয় ছেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, ভাটি বাংলা কলেজের অধ্যক্ষ রন্টু কুমার দাশ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গত, আব্দুল মান্নান চৌধুরী মেধা অন্বেষণ-২০২৩ ৫ম-৮ম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থী মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ৫ম শ্রেণী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে-১৫ জন ও সাধারণ বৃত্তি পেয়েছে-১৫ জন। এবং ৮ম শ্রেণীর ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে-১৫ জন, সাধারণ বৃত্তি পেয়েছে-১৫ জন।