সুনামগঞ্জের শাল্লায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)।
গতকাল ২১ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা সদরের ফায়ার সার্ভিস ভবনের পূর্বদিকে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব জানান, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে সমস্যা হয় বিধায় এখানে বেশ কিছু সরকারি জায়গা বেদখল অবস্থায় ছিল।
যারা সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে, তাদেরকে বারবার বলা হয়েছিল সরিয়ে ফেলার জন্য। কিন্তু অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় দুপুরে ৩-৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পর্যায়ক্রমে বাকিগুলোতেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সুনামগঞ্জ জেলা গণপূর্ত অধিদফতরের প্রকৌশলী, শাল্লার সহকারী কমিশনার (ভূমি), ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।