• সারাদেশ

    যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৃহহীনকে ঘর দিলেন কামরুল আহসান সরকার রাসেল

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১৩ নভেম্বর ২০২৩ , ৩:২৫:২৩ অনলাইন সংস্করণ

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার (১২ নভেম্বর) নগরীর বাসন থানার ১৬নং ওয়ার্ডে বারবৈকা গ্রামের গৃহহীন মোঃ মাসুদ রানাকে একটি গৃহ প্রদান করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল।

     

    এসময় তিনি বলেন, আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন কর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে মানবিক কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবলীগ কাজ করে যাচ্ছে।

     

    বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি মানবিক সংগঠন তাই দলের নেতাকর্মীদের দিকনির্দেশনায় এই কর্মসূচি করেছি। গাজীপুরে এই মানবিক কর্মসূচির কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এসময় থানা, ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content