আন্তর্জাতিক ডেস্কঃ ১৩ নভেম্বর ২০২৩ , ৬:২৪:২৯ অনলাইন সংস্করণ
গত মাসে গাজায় ইসরাইলি বাহিনীর হামলার পর থেকেই ইসরাইলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তখন থেকেই ইসরাইলের সীমান্তে সেনাচৌকি লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।
লেবানন যুদ্ধের দিকে এগোচ্ছে জানিয়ে এর জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। শনিবার ইসরাইলের উত্তরাঞ্চলের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেন, ‘হিজবুল্লার কর্মকাণ্ডের জন্য মূল্য দিতে হবে লেবাননের বেসামরিক নাগরিকদের। গাজার মতো লেবাননে কী করতে হবে, তা ভালো করেই জানে ইসরাইল।’
এদিকে, ইসরাইলের বিরুদ্ধে হামলায় হিজবুল্লাহ যোদ্ধারা ‘বুরকান’ নামে নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহ। এই ক্ষেপণাস্ত্রের ৩০০ থেকে ৫০০ কেজির বিস্ফোরক পরিবহনের সক্ষমতা রয়েছে।
এসময় মধ্যপ্রাচ্যে সংঘাত ও আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন হিজবুল্লাহ প্রধান।