• রাজনীতি

    বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জের জীবধারা বাজারে শান্তি সমাবেশে

      কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি: ১০ নভেম্বর ২০২৩ , ৬:৫০:১৩ অনলাইন সংস্করণ

    দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজৌর প্রতিবাদে সুনামগেঞ্জর শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জীবধারা বাজারে সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকেলে ইউনিয়নের সপ্তগ্রামবাসীর শিমুলবাক ইউনিয়নের সপ্তগ্রামবাসির আয়োজনে জীবধারা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    শিমুলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আফতার উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সহসভাপতি মোশারফ হোসেন জাকিরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,যুক্তরাজ্যে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ ও জগন্নাথপুর)আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

    সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় মুরুব্বী নানু মিয়া,মিছবাহ উদ্দিন সিরাজ,অদুদ মিয়া,ছাত্রলীগ নেতা মো. জুয়েল মিয়া,যুবলীগ নেতা এলাউর রহমান,আতাউর রহমান,শেখ লাল মিয়া,আইনুল ইসলাম,লুৎফুর রহমান তালুকদার প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্যে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ ও জগন্নাথপুর)আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে তৎকালীন সাড়ে সাতকোটি মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ত্রিশলাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই সোনার বাংলাদেশটি।

    কিন্তু কিছু বিপদগামি সেনা অফিসার ও স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মধ্যে দিয়ে এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাঁগ্রস্থ করেছিল। কিন্তু তার সুযোগ্র উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের প্রত্যক্ষ ভোটে আওয়ামীলীগ রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্টিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ দেড় দশকে দেশে পদ্মাসেতু থেকে শুরু করে কর্ণফূলি নদীর তলদেশে বঙ্গবন্ধু ট্যানেল,বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনসহ উন্নত রাস্তাঘাট,স্কুল কলেজ নির্মাণ করে দেশের চেহারা পাল্টে দিয়ে বিশে^ বাংলাদেশ আজ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিনত হয়েছে।

    তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীদেরে ভোট দিয়ে বিজয়ী করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

    আরও খবর

    Sponsered content