মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি: ৩ নভেম্বর ২০২৩ , ৫:০৫:৪৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের দিরাইয়ে রফিনগরে দীর্ঘদিন ধরে রফিনগর উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রাবাস এবং ছাত্রীবাসের সামনের সরকারি খাস জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠছে একটি প্রভাবশালী চক্র এলাকাবাসীর সহযোগিতায় ওই সরকারি জায়গা দখলে নেওয়া সুবিধাবাদীদের ওপর কয়েকবার নিষেধাজ্ঞাও জারি করেছে স্হানীয় প্রশাসন।
সাময়িক সময়ে নিষেধাজ্ঞা মেনে নিলেও ফের আইন প্রশাসনের তোয়াক্কা না করে রাতারাতি দখলকৃত জায়গায় স্হাপনা নির্মাণ করে চক্রটি।
মঙ্গলবার ভোর থেকে এনিয়ে এলাকাবাসী ও সন্ত্রাসী চক্রের মাঝে টানটান উত্তেজনা দেখা দিলে দিরাই উপজেলা সহকারি কমিশনার( ভুমি)জনি রায়, ভূমি অফিস রাজানগর তহশিলদার জহুর আহমদ এবং রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার সহ উপস্হিত প্রশাসনিক লোকজনদের সহযোগিতায় দখলকৃত জায়গায় অবৈধ স্হাপনা উচ্ছেদ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকাবাসীর একাধিক গুরুত্বপুর্ন সালিশি ব্যক্তিবর্গ জানান আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই এর একটি সুষ্ঠু তদন্ত করে এলাকাকে আতংক মুক্ত করা হোক নতুবা যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।