তৌফিকুর রহমান তাহের, শাল্লা প্রতিনিধি: ১৭ নভেম্বর ২০২৩ , ৪:৪৬:১৬ অনলাইন সংস্করণ
গতকাল (বৃহস্পতিবার) সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায়১নং আটগাঁও ইউনিয়ন এ শরীফপুর গ্রামে মোঃ আব্দুল বারেক গং মোঃ ছুরত আলী গং গ্রুপে জমি নিয়ে এবং দীর্ঘদিন যাবৎ বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ আহত হয়েছেন। আহতদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ & হসপিটালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
বৃহস্পতিবার সকালে শাল্লা উপজেলার১নং আটগাঁও ইউনিয়নে শরীফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শাল্লা থানার ওসি আমিনূল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আলী আমজদ (৬০) মোঃ রাকিব মিয়া (৫৫)নামে দুজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।