• সারাদেশ

    গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠিত

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ ৮ নভেম্বর ২০২৩ , ৮:১২:৫৬ অনলাইন সংস্করণ

    গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরী ঘোষনা ও শ্রম অসন্তোষ নিরসণ কল্পে গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার (০৭ নভেম্বর) নগরীর বাসন থানার ভোগড়া এলাকায় গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক তমিজ উদ্দিন তনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব শফিউল আলম।

    প্রধান অতিথির বক্তব্যে কামরুল আহসান সরকার রাসেল বলেন, গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনের নামে যে নাশকতার সৃষ্টি করেছেন, কলকারখানায় আগুন দিয়ে নাশকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর করে এ সরকারকে বেকায়দা ফেলানোর জন্য কিছু দুষ্কৃতিকারী গার্মেন্টস শ্রমিকদের ভুল বুঝিয়ে তাদেরকে উস্কানি দিচ্ছেন এবং অশান্ত পরিবেশ সৃষ্টি করছেন।

    এ ধরনের ঘটনার যেন আর না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বর্তমান সরকার তাদের ন্যায্য দাবি পূরণের জন্য আলোচনা চলছে। এসব দাবি শীঘ্রই বর্তমান সরকার পূরণের আশ্বাস দিয়েছে। আলোচনা সভায়, বক্তব্য রাখেন গাজীপুরে অবস্থিত বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content