• নির্বাচন

    গাজীপুরে পাঁচটি আসনের তিনটিতেই নারী প্রার্থী দিয়েছে আওয়ামীলীগ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ৩০ নভেম্বর ২০২৩ , ১১:৩৫:৩৭ অনলাইন সংস্করণ

    দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের চূড়ান্ত মনোনয়ন দৌড়ে গাজীপুরের পাঁচটি আসনের তিনটিতেই নারীরা চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। বাকি দুটিতে পুরুষ প্রার্থী।

    নারীদের মধ্যে পুনরায় মনোনীত হয়েছেন গাজীপুর—৫ আসনের এমপি শহিদ ময়েজউদ্দিন কন্যা সাবেক নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি।

    গাজীপুর—৪ আসনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহিদ তাজউদ্দীন আহমদের মেয়ে ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি।

    গাজীপুর—৩ আসনে সর্বশেষ এবার যুক্ত হলেন সাবেক মন্ত্রী রহমতউল্লাহর কন্যা সংরক্ষিত নারী এমপি রুমানা আলী টুসি, তিনি গাজীপুর—৩ আসনের বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের স্থলে এবার চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

    বাকি দুটির একটিতে গাজীপুর—১ আসনের বর্তমান এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, অন্যটিতে গাজীপুর—২ আসনে শহিদ আহসানউল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

    গাজীপুরে পাঁচটি আসনের তিনটিতেই নারী প্রার্থী মনোনয়ন— এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল বলেন, স্মার্ট বাংলাদেশের রূপকার শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এটাকে পজিটিভ হিসেবে দেখছি। তাছাড়া আমাদের প্রধানমন্ত্রীও নারী।

    সবকিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চমক বলে আখ্যায়িত করেছেন গাজীপুরের আওয়ামীলীগ নেতারা। আর সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

    আরও খবর

    Sponsered content