• নির্বাচন

    গাজীপুরে চলছে ভোটের হাওয়া দলীয় মনোনয়ন যুদ্ধে আওয়ামীলীগ নেতারা

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ২৫ নভেম্বর ২০২৩ , ৯:২০:৪৪ অনলাইন সংস্করণ

    গাজীপুরে প্রতিদিন দলীয় মিটিং—মিছিল আর শেখ হাসিনা সরকারের উন্নয়ন সভার মাধ্যমে চলছে গাজীপুরের ৫টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ।

    অন্যদিকে ভোটের মাঠে ভিন্ন মেরুতে অবস্থান করা বিএনপির অবরোধ—হরতালের মাঠেও সমন্বয়হীনতা লক্ষ করা গেছে।

    শীর্ষ পদে থাকা নেতারা গ্রেফতার ও পলাতক জীবনযাপন করায় মাঠের আন্দোলনও খাপছাড়া। এদিকে নির্বাচন ঘিরে জেলায় জাতীয় পার্টির নেতাকর্মীদের কার্যক্রম লক্ষ করা গেছে। বিএনপি ভোটের মাঠে না থাকায় এই সুযোগ নিতে চান তারা। একাধিক প্রার্থীর ব্যানার—পোস্টার লক্ষ করা গেছে। অবশ্য গাজীপুর জেলা প্রশাসক এরই মধ্যে ব্যানার—পোস্টার অপসারণের গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

     

    গাজীপুর—১
    কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটি করপোরেশনের কিছু অংশ নিয়ে সংসদীয় (গাজীপুর—১ আসন) এখানে আওয়ামী লীগের সমর্থন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন বেশ কয়েকজন নেতা। বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে মনোনয়ন দৌড়ে ছুটছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন সিকদার, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল ও নুরে আলম সিদ্দিকী।
    এ আসনে ভোটারসংখ্যা ৬ লাখ ৯৮ হাজার ৬৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৫১ হাজার ২৫৮ জন, নারী ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন।

     

    গাজীপুর—২
    গাজীপুর সিটি করপোরেশন নিয়ে গুরুত্বপূর্ণ এ আসনে বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে মনোনয়ন যুদ্ধে রয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুরের আলোচিত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও হুমায়ুন হিমু।

    এ আসনে মোট ভোটার ৭ লাখ ৮১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৯২ হাজার ৩১৯ জন, নারী ভোটার ৩ লাখ ৮৯ হাজার ৪৩৩ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।

     

    গাজীপুর—৩
    শিল্প—অধ্যুষিত শ্রীপুর ও গাজীপুর সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত (গাজীপুর—৩) আসনটিতে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের সঙ্গে মনোনয়ন যুদ্ধে রয়েছেন প্রয়াত অ্যাডভোকেট রহমত আলী এমপির মেয়ে রুমানা আলি টুসী ও ছেলে জামিল হাসান দুর্জয়। এর বাইরেও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, সাখাওয়াত হোসেন খান দৌড়ঝাঁপ করছেন সরকারদলীয় মনোনয়নের জন্য।

    আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ১৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৪ হাজার ৬৯৮ জন, নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৪৩০ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সাতজন।

     

    গাজীপুর—৪
    বঙ্গতাজ তাজউদ্দীনের জন্মভূমি কাপাসিয়া গাজীপুরের সংসদীয় (আসন ৪) শীতলক্ষ্যার তীরবর্তী এ উপজেলার বর্তমান সংসদ সদস্য তাজউদ্দীনকন্যা সিমিন হোসেন রিমির সঙ্গে মনোনয়ন দৌড়ে রয়েছেন আলম আহমদ।

    এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৪৯০ জন ও নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৩৮১ জন।

     

    গাজীপুর—৫
    সবচেয়ে বেশি মনোনয়নপ্রত্যাশী এ আসনে। বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির সঙ্গে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া, বাংলার মিয়াভাইখ্যাত চিত্রনায়ক ফারুকের ছেলে রওশন হোসেন শরৎ, সাবেক ছাত্রলীগ নেতা মো. মোর্শেদ মোল্লা, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও গাজীপুর যুব মহিলা লীগের আহ্বায়ক শর্মিলী দাস মিলি।

    এ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৩৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৫ জন, নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ১০৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

    আরও খবর

    Sponsered content