মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ২৮ নভেম্বর ২০২৩ , ৮:৪৬:২৩ অনলাইন সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ২৯৮টি আসনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় নাম ঘোষণা করেন।
গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে মনোনয়ন বঞ্চিত হয়েছেন গাজীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ।
অপর ৪টি আসনে বর্তমান সংসদ সদস্যগণের ওপরেই আস্থা রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাই দলীয় প্রার্থী হিসাবে পুনরায় মনোনয়ন পেয়েছেন গাজীপুর ১, ২, ৪ ও ৫ আসনের সংসদ সদস্যগণ।
গাজীপুর-১ (কালিয়াকৈর) : এ আসনে দলীয় ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি। এ আসনে তিনি ২০০৮ সালে এমপি নির্বাচিত হন। পরে ২০১৪ সালে বিনা ভোটে এবং ২০১৮ সালেও ফের নির্বাচিত হন আ ক ম মোজাম্মেল হক। এবারও তিনি আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন।
এ আসনে ভোটারসংখ্যা ৬ লাখ ৯৮ হাজার ৬৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৫১ হাজার ২৫৮ জন, নারী ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন।
গাজীপুর-২ (সদর) : ভৌগোলিক অবস্থানের কারণেই এ আসনটি জেলার প্রাণকেন্দ্র ও গুরুত্বপূর্ণ। ১৯৯১ সালে বিএনপি এবং ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন-পরবর্তী সবকটি নির্বাচনে আওয়ামী লীগ এ আসনে জয়ী হয়েছে। ২০০৪ সালের ৭মে শহিদ আহসান উল্লাহ মাস্টার নিহত হওয়ার পর থেকে তার ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ আসনের এমপি। এবারও তিনি আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন।
এ আসনে মোট ভোটার ৭ লাখ ৮১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৯২ হাজার ৩১৯ জন, নারী ভোটার ৩ লাখ ৮৯ হাজার ৪৩৩ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।
গাজীপুর-৩ (শ্রীপুর ও সদরের একাংশ) : শ্রীপুর ও গাজীপুর সদরের মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে বিগত ১০টি সংসদ নির্বাচনের ছয়টিতেই জয়লাভ করেছে আওয়ামী লীগ। বাকি দুইবার বিএনপি ও দুইবার জাতীয় পার্টি বিজয়ী হয়েছে। এ আসনের বর্তমান এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। এবার মনোনয়ন পেলেন প্রয়াত ৫ বারের এমপি রহমত আলীর মেয়ে সংরক্ষিত এমপি রুমানা আলী টুসি।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ১৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৪ হাজার ৬৯৮ জন, নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৪৩০ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সাতজন।
গাজীপুর-৪ (কাপাসিয়া) : এ আসনটিতে ১৯৭৩, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেন। বর্তমান এমপি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি এবারও আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেলেন।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৪৯০ জন ও নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৩৮১ জন।
গাজীপুর-৫ (কালীগঞ্জ, সিটি ও সদরের একাংশ) : এ আসনটি কালীগঞ্জ উপজেলা ও গাজীপুর সিটির ৩৯-৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত। আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত এ আসনে বর্তমান এমপি মেহের আফরোজ চুমকী এবারও আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেলেন।
এ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৩৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৫ জন, নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ১০৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।