• খেলাধুলা

    এর চেয়ে খুশি আমি হতে পারতাম না

    কোহলির রেকর্ড নিয়ে টেন্ডুলকার

      স্পোর্টস ডেস্ক ১৬ নভেম্বর ২০২৩ , ১:৫০:২৮ অনলাইন সংস্করণ

    টেন্ডুলকারের ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, নিউ জিল্যান্ডের পেসার লকি ফার্গুসনের বলে ডাবল নিয়ে শতক পূর্ণ হতেই শূন্যে লাফ দেন কোহলি। ব্যাট রেখে গ্লাভস আর হেলমেট খুলে মাথা নুইয়ে সম্মান জানান ভিআইপি বক্সে থাকা টেন্ডুলকারের দিকে। টেন্ডুলকার হাততালি দিয়ে অভিবাদন জানান কোহলিকে।

    খানিক পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলির একটি ছবি দিয়ে আবেগঘন বার্তা দেন টেন্ডুলকার।

    “তোমাকে প্রথম যখন ভারতের ড্রেসিংরুমে দেখেছিলাম, সেদিন অন্য সতীর্থরা মজা করে তোমাকে আমার পা ছুঁতে বাধ্য করেছিল। সেদিন আমি হাসি থামাতে পারিনি। কিন্তু খুব দ্রুতই তুমি তোমার একাগ্রতা আর দক্ষতা দিয়ে আমার হৃদয় স্পর্শ করো। আমি খুবই খুশি যে, সেদিনের তরুণ ছেলেটা আজ ‘বিরাট’ খেলোয়াড়ে পরিণত হয়েছে।”

    “একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, এর চেয়ে খুশি আমি হতে পারতাম না। আর সেটাও সবচেয়ে বড় মঞ্চে- বিশ্বকাপের সেমি-ফাইনালে। আর আমার ঘরের মাঠে হওয়ায় (এমন কিছু) তাতে পূর্ণতা দিয়েছে।”

    এ দিন এক বিশ্বকাপে টেন্ডুলকারের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙে দেন কোহলি।

    আরও খবর

    Sponsered content