• আন্তর্জাতিক

    আল-শিফা হাসপাতালে ৭ হাজার লোক আটকে পড়েছেন : পরিচালক

    ইসরাইলের বিশেষ বাহিনী তল্লাশি চালাচ্ছে

      প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৩ , ৪:৫৯:২১ অনলাইন সংস্করণ

    গাজার বৃহত্তম হাসপাতালে ৭ হাজার লোক, রোগী, চিকিৎসক এবং অন্যান্য বেসামরিক নাগরিক আটকা পড়েছেন বলে জানিয়েছেন আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া বলেছেন।

    শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের পরিচালক আরো বলেছেন, সেখানে পানি, বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

    এদিকে আল শিফা হাসপাতালের ভেন্টিলেটরে থাকা বেশিরভাগ রোগী মারা গেছে বলে জানিয়েছেন হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান।

    তিনি আল জাজিরাকে বলেন, ভেন্টিলেটরে থাকা বেশিরভাগ রোগী মারা গেছে। হাসপাতালের আশেপাশের অঞ্চলজুড়ে স্নাইপার মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে।

    ইসরাইলি সৈন্যরা বুধবার আল-শিফা হাসপাতালে প্রবেশ করে দাবি করেছে, এটি হামাসের একটি ‘কমান্ড সেন্টার’।

    গাজার আল-শিফা হাসপাতালে ইসরাইল বুলডোজার আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

    শুক্রবার (১৭ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, আল-শিফা হাসপাতালের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ইসরাইলি বুলডোজারগুলো কমপ্লেক্সের দক্ষিণ অংশ ধ্বংস করতে শুরু করেছে। তারা অন্যান্য বিভাগগুলোও ধ্বংস করার জন্য অগ্রসর হচ্ছে।

    এক ইসরাইলি সামরিক কর্মকর্তার সূত্রে ব্রিটেনভিত্তিক সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলের বিশেষ বাহিনী আল-শিফা হাসপাতালের প্রতিটি ভবন এবং প্রতিটি তলায় তল্লাশি চালাচ্ছে।

    সূত্র : আল-জাজিরা

    আরও খবর

    Sponsered content