• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে এক হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন শাহানা রব্বানী

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৩ , ৪:১১:২১ অনলাইন সংস্করণ

    আল-হেলাল সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত বিনামূল্যে স্বাস্থ্য সেবার আওতায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে এক হাজার রোগীকে বিনামূল্যে ঔষধসহ স্বাস্থ্যসেবা প্রদান করলেন সুনামগঞ্জ ৪ আসনে নৌকা প্রতীকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী। গত ১৩ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প’ সম্পন্ন হয়েছে। এক হাজার রোগীকে ৩ জন বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে ঔষধপত্র ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাবেক এমপি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানীর উদ্যোগে পরিচালিত ফ্রি হেলথ ক্যাম্পের আওতায় চিকিৎসা সেবা পেয়ে এলাকার সাধারণ মানুষ খুবই উপকৃত হয়েছেন বলে জানান উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী সমর্থকরা।

    এ সময় এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী বলেন,অসহায় মানুষের সাহায্যার্থে সাধ্যমতো সেবা প্রদানে এগিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু। আমি সাবেক এমপি ও জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক হিসেবে আমার দীর্ঘ কর্ম জীবনের আয় উপার্জন দ্বারা বন্যা দুর্যোগ,করোনা মহামারীসহ সবসময় সুনামগঞ্জ সদর আসনের গরীব দু:খী মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বাস্থ্যসেবাসহ জনগনের জীবনমান উন্নয়নে অনেক দূর এগিয়েছে। তৃণমূল মানুষের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আমি শুধু নেত্রীর স্বাস্থ্য আন্দোলনের একজন গর্বিত অংশীদার হয়েছি মাত্র।

    ফ্রি মেডিসিন বিতরন, ব্লাডগ্রæপ নির্ণয়, ব্লাড প্রেসার মাপা,উচ্চতা নির্ণয় করা, শরীরের ওজন মাপা,হেলথ কার্ড বিতরনের মধ্যে দিয়ে পরিচালিত হেলথ ক্যাম্পে আগত রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন শাহানা রব্বানীর কন্যা ডাঃ কনিজ রহীমা রব্বানী কথা,ডাঃ মৃদুল সরকার ও ডাঃ রুপক কান্তি দাস।

    এ সময় সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্যা ফৌজিআরা বেগম শাম্মী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ তালুকদার,অভিভাবক সদস্য আশরাফ আলী,ছাত্রলীগ নেতা আতিক হাসান,শামীম আহমদ,সেলিম আহমদ,নুর আলম সোহাগ ও ফাহিম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আগত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

    ডাঃ কনিজ রহীমা রব্বানী কথা জানান,আগামী সপ্তাহের যেকোন ছুটির দিনে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের মঙ্গলকাটা এলাকায় অসহায় রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেবেন তারা।

    আরও খবর

    Sponsered content