প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৩ , ১১:৪৮:৪০ অনলাইন সংস্করণ
খুব নীরবে গভীর রাতে এখনো তোমায় ভাবি
মনের ঘরে প্রেমের তালা, তোমার কাছে চাবি।
দুজনে দুপ্রান্তে মনের ষড়যন্ত্রে ভুলে থাকার অভিনয়
হৃদয় খুঁড়ে স্মৃতিরা ফুড়ে মনে পড়ে, ফেলে আসা প্রণয়।
হায় হায়!
কি ছিলো সময়।
দূরন্তপনায়।
উড়ে যেত যত ভয়।
দুঃসাহসি অভিযানে, খুব গোপনে দুজনে ছিলাম যাত্রী
সমাজের চোখে বেঁধে দিয়ে কাপড় কেটেছে কত রাত্রী।
আবেগে ভরা শপথগুলো, কবেই গিয়েছে ভেসে
লোনা জলে তবু ধোয়াতে দুচোখ দেখে যায় তারা এসে।
মনের আগুন দ্বিগুণ বাড়ে হতাশার বাতাসে
শূন্যসজ্জা বিরহ বাড়ায় তুমি না থাকায় পাশে।
ঘৃণা ভুলে অভিমানি মন, অপেক্ষায় যায় থেমে
মন বলে ওরে অভাগা, তুই এখনো তার প্রেমে।
শুধু শুধু ধু-ধু বালুচরে কেন মিছে পোড়ে মন দুটি
অবেলায় অবহেলায় মিছে ভেঙেছে প্রেমের জুটি।
স্মৃতির পাতা পুড়িয়ে ফেলে, তুমি পারো মুক্তি দিতে
পরাজয়ের বাঁধন খুলে দিলে, দুটি মন যাবে জিতে।